ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

রাজনীতি

খোকার শরীর থেকে টিউমার অপসারণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জুন ১৪, ২০১৬
খোকার শরীর থেকে টিউমার অপসারণ 

ঢাকা: মুক্তিযোদ্ধা, ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা।

সোমবার (১৩ জুন) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের Memorial Sloane Kettering cancer hospital এর চিকিৎসকরা সাড়ে ৩ ঘণ্টাব্যাপী সফল অপারেশন এর মাধ্যমে এই টিউমারের অপসারণ করেন।

সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম খান বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে গত শুক্রবারও (১০ জুন) তার শরীরে আরেকটি অস্ত্রোপচার হয়। তিনি এখন সুস্থ আছেন বলে জানান মনিরুল। এছাড়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।  

দূরারোগ্য ক্যন্সারে আক্রান্ত হয়ে সাদেক হোসেন খোকা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
ডিএইচবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ