ঝালকাঠি: পবিত্র রমজান মাসেও মানুষ হত্যা করে বিএনপি-জামায়াত জঙ্গিবাদ কায়েমের চেষ্টা এবং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তবে জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় ঝালকাঠি পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সোচ্চার রয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, অপরাধীদের গ্রেফতারে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত পুলিশ তাদের গ্রেফতার করছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, বাজার মনিটরিং করার কারণে রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। সরকারের কঠোর নজরদারীর কারণে বাজারে এখন ফরমালিনযুক্ত ফল খুঁজে পাওয়া যায়না।
ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বরিশালের ডিআইজি মো. হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি মো.আকরাম হোসেন, ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.বজলুর রহমান, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
এনটি/আরএ