ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

আদিবাসী নেতা লক্ষণ হত্যা মামলায় বিএনপির ৭ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, জুলাই ১৪, ২০১৬
আদিবাসী নেতা লক্ষণ হত্যা মামলায় বিএনপির ৭ নেতাকর্মী গ্রেফতার

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামের আদিবাসী নেতা লক্ষণ সেন এক্কা হত্যা মামলায় বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন--বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোমিনপুর গ্রামের মৃত ঘেতনের ছেলে ডা. মোজাহার আলী (৪৯), উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বানুরভাগ গ্রামের কেফাতুল্লার ছেলে মামুনুর রশীদ পিন্টু (৪২), মোমিনপুর গ্রামের জবু সরদারের ছেলে নবীর মহুরী (৫৫), মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৮), চাঁন মোহাম্মদের ছেলে আতাউর রহমান (৪০), ছোট সিংগা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রিপন (৩০) ও একই গ্রামের মৃত ওফির উদ্দিনের ছেলে ফজলু (৪২)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওয়াজেদ আলী খান বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ২৫ অক্টোবর গ্রেফতারকৃত আসামিরা নলডাঙ্গা থানার মোমিনপুর গ্রামের আদিবাসী নেতা লক্ষণ সেন এক্কার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করে। এসময় তাদের হামলায় লক্ষণ এক্কা গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার বড় ছেলে মাসুরাম সরদার বাদী হয়ে নলডাঙ্গা থানায় বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যন আবিদুর রহমান তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোজাহার আলীসহ ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি জানান, ওই মামলায় আদালত তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।