ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ইসলাম ধ্বংস করতে জঙ্গি হামলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
‘ইসলাম ধ্বংস করতে জঙ্গি হামলা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ইসলামকে ধ্বংস করতে ‌গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্ট ও শোলাকিয়ায় মতো জায়গায় জঙ্গিরা হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার (১৬ জুলাই) দুপুরে ঝিনাইদহ শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ কর্মশালার আয়োজন করে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন।

হানিফ বলেন, ঝিনাইদহে পুরোহিত, সেবায়েত, গুলশান আর্টিজান রেস্টুরেন্ট, শোলাকিয়ার হামলায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়িত।  

তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার লোভে ইহুদি, নাসারাদের সঙ্গে হাত মেলাতে কুণ্ঠাবোধ করেনি।

রাজনীতির জন্য নয়, ইসলাম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান হানিফ।

জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুর আজীম আনার, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।