ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জাতীয় ঐক্য হলে সরকার টিকবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
 ‘জাতীয় ঐক্য হলে সরকার টিকবে না’ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য হলে সরকার টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ।
 
রোববার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভয়েস অব ডেমোক্রেসি আয়োজিত ‘জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।


 
হান্নান শাহ বলেন, ‘আওয়ামী লীগ ভালো করেই জানে, খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য হলে সরকার টিকবে না। সে কারণে তারা খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করেছে। তবে তারা না এলেও জনগণকে নিয়ে জাতীয়  ঐক্য হবে’।
 
জাতীয় ঐক্যের প্রয়োজনে যেখানে যা করা দরকার, বিএনপি তা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল, জাতীয় ঐক্যের ডাক দেওয়া। কিন্তু তিনি তা করেননি। যেহেতু জনগণ খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন, সেহেতু খালেদা জিয়াই জাতীয় সংকটকালে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তার দায়িত্ব পালন করেছেন’।

এই সরকারের পক্ষে সন্ত্রাস বা জঙ্গি দমন সম্ভব নয়  মন্তব্য করে হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকার ‘দখলদার’ সরকার। আর দখলদারিত্ব এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। সুতরাং, এক সন্ত্রাসের পক্ষে আরেক সন্ত্রাস দমন সম্ভব নয়’।

ভয়েস অব ডেমোক্রেসির ফেলো জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন  জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিএনপি নেতা আবু নাছের মুহম্মদ রহমতউল্লাহ, খালেদা  ইয়াসমিন, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।