ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বরখাস্ত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হলেও বিষয়টি রোববার (১৭ জুলাই) গণমাধ্যমে জানানো হয়।

শহিদুল ইসলাম জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার ভাজিতা।

প্রজ্ঞাপনে বলা হয়, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে ১৯৯৯ সালের ২৮ জুন রামগড় থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। তাই উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি হওয়ায় শহিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ জানায়, ১৯৯৯ সালের ২৮ জুন বাড়ি ফেরার পথে রামগড়ের মাহবুব নগর এলাকায় দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে আওয়ামী লীগ নেতা মো. ইয়াসিনের গতিরোধ করে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে সাতজনের নাম বাদ দিয়ে ২১ জনের বিরুদ্ধে মামলার চার্জশিট দেয় পুলিশ। শহিদুল ইসলাম এ আসামিদের মধ্যে একজন।

এ বিষয়ে শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, যখন অভিযোগপত্র দাখিল করা হয় তখন আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম না। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ‍জুলাই ১৭, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।