ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন ডা. জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জুলাই ১৭, ২০১৬
প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন ডা. জাফরুল্লাহ

ঢাকা: দেশ ও জাতির স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা  ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

রোববার (১৭ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবের সমানে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে  জাতীয় ঐক্যের আহ্বান’ শীর্ষক মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।

জাফরুল্লাহ বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটছে, তা গুরুত্বপূর্ণ ঘটনা, জঘন্য ঘটনা। এ ঘটনাও একটি প্রতিবাদ হতে পারে। তবে এটি প্রতিবাদের সঠিক পথ নয়, ভুল পথ। এ ঘটনার কারণ খুঁজে বের করতে হবে। শুধু পরিবার বা মৌলভী সাহেবের  হাতে তুলে দিলে হবে না’।

‘জঙ্গিবাদের সমাধান প্রধানমন্ত্রীকেই সমাধান করতে হবে। তিনিই  পারেন জাতীয় ঐক্যের ডাক দিতে। জাতীয় ঐক্যের জন্য  সবাইকে নিয়ে আলোচনায় বসতে হবে। কারো ওপর দোষারোপ না করে তাকে তার বাবার মতো মহৎ হতে হবে’।

তিনি বলেন, ‘আজকে ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তাদের প্রাচুর্য আছে, তবে প্রাচুর্যে বেদনা আছে, মানসিক যাতনা অাছে। হবে না? একটা খেলার মাঠ নেই, সব বেদখল হয়ে গেছে। আমি তো মনে করি, জঙ্গিবাদের উত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা রয়েছে। বলছি না, মদদ আছে, তবে ব্যর্থতা আছে।   এখন পযর্ন্ত তারা ছাত্র সংসদের নির্বাচন দিতে পারলো না। কেউ মত প্রকাশ করতে পারছে না’।

পুলিশের নির্যাতনকে জঙ্গিবাদ উত্থানের কারণ বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।

মানববন্ধনে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য খালেকুজ্জামান চৌধুরী, অ্যাড. সুলতান আলম মল্লিক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।