ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায়ও ভোটার উপস্থিতি কম

এম. আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায়ও ভোটার উপস্থিতি কম      ছবি- অনিক খান- বাংলানিউজটোয়েন্টিফোর

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মতো ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

উপ-নির্বাচনে নৌকা প্রার্থীর বিপক্ষে শক্ত কোনো প্রার্থী না থাকায় এখানে ভোট নিয়ে স্থানীয় ভোটারদের মাঝে তেমন একটা আগ্রহ নেই।

ফলে ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য ছাড়া ভোটারদের উপস্থিতি নগণ্য।

হালুয়াঘাট উপজেলার শহীদ স্মৃতি কলেজ ভোটকেন্দ্র ও হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রেসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে।

হালুয়াঘাট শহীদস্মৃতি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুলতান আহমেদ জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৯০৪ জন। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২০০টি।

তিনি জানান, এ কেন্দ্রে নৌকা প্রতীক ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট আসেনি।

স্থানীয় আদর্শ উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, এ কেন্দ্রে ভোট সংখ্যা ৩ হাজার ৯৬ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ২৫০টি।

একই রকম তথ্য জানান স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সাফাকাত আলী ওসমানী। তিনি জানান, এখানে মোট ভোটার ৪ হাজার ১৬ জন। এ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত কাস্ট হয়েছে ৭৫০ ভোট।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনে মোট ভোট কেন্দ্র ১শ’ ৩৩টি। আর দু’উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১ হাজার ৬শ’ ২২ জন। আর নারী ভোটার রয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২ জন।

এখানে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আরেং’র সঙ্গে ভোটযুদ্ধ চালিয়ে যাচ্ছেন আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন ও জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।