ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
সুন্দরগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নাশকতার মামলার আসামি জামায়াত নেতা জহুরুল হককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৮ জুলাই) রাত ৩টায় উপজেলার কালিরখামার গ্রামের নিজের বাড়ি থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জহুরুল উপজেলার কালিরখামার গ্রামের মৃত আব্দুজ জলিলের ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির সদস্য।

সুন্দরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, জহুরুলের বিরুদ্ধে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগের দিন অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন নাশকতার অভিযোগে মামলা আছে। তারই প্রেক্ষিতে রাতে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।