ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কালাই পৌরসভা নির্বাচনে ৪ কাউন্সিলরের ফলাফল বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
কালাই পৌরসভা নির্বাচনে ৪ কাউন্সিলরের ফলাফল বাতিল

জয়পুরহাট: গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কালাই পৌরসভা নির্বাচনে বিজয়ী চার প্রার্থীর ফলাফল বাতিল করে পরাজিত চার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন জয়পুরহাটের নির্বাচনী ট্রাইব্যুনাল। তবে মহিমা নামে বিজয়ী এক নারী কাউন্সিলরকে স্বপদে বহাল রেখেছেন ট্রাইব্যুনালের বিচারক।

বুধবার (২০ জুলাই) বিকেলে জয়পুরহাট নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক পৃথক মামলায় এসব রায় দেন।

আদালতের মাধ্যমে নতুন করে বিজয়ী কাউন্সিলরা হলেন-কালাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দাদে এলাহী লাবলু, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস হোসেন ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জান্নাতী বেগম।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কালাই পৌরসভা নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা কর্তৃক বিজয়ী পাঁচ প্রার্থী মামুনুর রশিদ, রেজাউল করিম, রেজাউল করিম, মমতাজ বেগম ও মহিমার বিরুদ্ধে পর্যায়ক্রমে মামলা দায়ের হয়। মামলায় উভয়পক্ষের শুনানি শেষে বুধবার (২০ জুলাই) জয়পুরহাট নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক প্রিজাইডিং অফিসার ঘোষিত ফলাফল বাতিল করে মামলা দায়েরকারী চারজনকে বিজয়ী ঘোষণা করেন। তবে মহিমা নামে একজনকে স্বপদে বহাল রাখেন।

মামলার রায়ে নতুন করে বিজয়ী কাউন্সিলরা বাংলানিউজকে বলেন, নির্বাচনের দিন দায়িত্বরত রিটার্নিং অফিসার ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা নজির বিহীন কারচুপি ও পক্ষপাতিত্ব করে আমাদের প্রতিপক্ষকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছিলেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সওদাগর মিজানুর রহমান এবং বিবাদী পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস সালাম তরফদার ও অ্যাডভোকেট শাজাহান আলী।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।