ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ড্যাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
ড্যাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি

ঢাকা: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে এক সংবাদ বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।

যার মধ্যে রয়েছে শনিবার (০৬ আগস্ট) বেলা ১২টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দেশ ও জাতীর মঙ্গল এবং ড্যাবের উন্নতি কামনায় দোয়া। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া রোববার (০৭ আগস্ট) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গাইবান্ধা জেলার সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ উপজেলা ও বগুড়ার বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।