ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স’

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
‘জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা নর্থ ব্যুরো(আশুলিয়া): নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স রয়েছে। ’

শনিবার (০৬ আগস্ট) বিকেলে আশুলিয়ার দক্ষিণ জামগড়া এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘বর্তমানে বিএনপির কোনো অস্তিত্ব নেই। তারা এখন মিথ্যাবাদীর দলে পরিণত হয়েছে। ২০১৯ সাল পর্যন্ত বিএনপিকে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। ’

এ সময় উপস্থিত ছিলেন- সাভার ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।