ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
খালেদার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা।

মঙ্গলবার (০৯ আগস্ট) রাত ৮টা থেকে ৯টা ২০মিনিট পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাবিহ উদ্দিন বলেন, এটা ছিল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ভারতীয় হাই কমিশনার দায়িত্ব নিয়েছেন অনেক দিন হলো। বিভিন্ন ব্যবস্ততার কারণে এতোদিন দেখা করতে পারেননি। তাই এসেছেন একেবারেই সৌজন্য সাক্ষাতে।  

এদিকে বৈঠকের বিষয়ে ভারতীয় হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকমিশনার দ্বিপক্ষীয় সহযোগিতার সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেন ভারতীয় হাইকমিশনার।

এসময় হর্ষ বর্ধন বিএনপি চেয়ারপাসনকে বলেন, ভারত সবসময় বাংলাদেশের সহযোগী। তিনি এর অর্থনৈতিক উন্নয়ন, সার্বভৌমত্বের উপর নির্ভরশীল রাষ্ট্রীয় ও পরিপক্ব প্রগতি, সমতা, বন্ধুত্ব, বিশ্বাসসহ দুই দেশের জনগণের সুবিধাকল্পে পারস্পরিক বোঝাপড়ায় এবং যৌথ উন্নয়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।  

এরই প্রেক্ষাপটে, হাইকমিশনার জনগণকে সঙ্গে নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজতর এবং অবকাঠামোগত সংযোগ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

হাইকমিশনার আরো উল্লেখ করেন, চরমপন্থা রাষ্ট্রের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা হিসেবে লক্ষণীয়। ভারত সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সব রূপ এবং এর উত্থানকে নিন্দা করে। এমন অর্থহীন সহিংসতার কোনো যুক্তি হতে পারে না। তিনি আরও ব্যক্ত করেন, যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং তার সংগ্রামে দৃঢ়ভাবে পাশে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এজেড/এসএইচ

**
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।