ঢাকা: বিএনপি-জামায়াত সন্ত্রাস ও জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ।
সিরাজ বলেন, বিএনপি-জামায়াত দেশকে একটি নরকে পরিণত করতে চায়। তবে বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ থাকতে কোনো শক্তি দেশে অরাজকতা তৈরি করতে পারবে না। এই জন্য আমরা যেমন সবাই এক হয়েছি তেমনিভাবে সবাইকেও ঐক্যবদ্ধ হতে হবে। কেননা বিএনপি চায় দেশে সন্ত্রাসবাদের রাজত্ব কায়েম করতে আর জামায়াত চায় হামলা চালাতে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশের মানুষ এক হয়েছে। কেউ চায়না দেশ আফগানিস্তান কিংবা পাকিস্তান হোক। শুধু জামায়াত আর বিএনপি চায়।
মানববন্ধনে জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু বলেন, শ্রমিকরা আজ ঐক্য গড়ে তুলেছে। শ্রমিকরা দেশের প্রত্যেকটি স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে কাজ করছে। কোনো ব্যক্তি কিংবা দল যেন আর সন্ত্রাসের হুংকার দিতে না পারে সেজন্য সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। যারা জঙ্গি হামলা করে ক্ষমতায় যেতে চায় তারা কখনো দেশের ভালো চায় না। কারণ তারা ক্ষমতার মসনদে বসার জন্যই সন্ত্রাসী হামলা করে দেশের উন্নয়নে বাধা দিতে চায়।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশে কোনো হায়েনার জন্ম হবে না। আর দেশের কোনো ক্ষতিও মেনে নেওয়া হবে না। তাই সময় থাকতে বিএনপি চেয়ারপারসনকে ভালো পথে ফিরে আসারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মো. হিরু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আহসান হাবীব মোল্লা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এসজে/বিএস