ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু হত্যার চার নম্বর অভিশাপ বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
বঙ্গবন্ধু হত্যার চার নম্বর অভিশাপ বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িকতার অভিশাপ দেশের বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়। এই তিনটি অভিশাপ ছাড়া চার নম্বর অভিশাপ হচ্ছে  বিএনপি।

এসব ‍অভিশাপকে দেশ থেকে বিতারিত করতে হবে।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের তাহের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বিএনপিকে রাজনীতির বিষবৃক্ষ উল্লেখ করে তা বিতাড়িত করার আহ্বান জানান জাসদ সভাপতি হাসানুল ইনু।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছিলো। তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের আত্মাকে হত্যার ষড়যন্ত্রও শুরু হয়।

‘দেশ থেকে ৪টি অভিশাপ দূর করতে কাজ শুরু করলেই বাঁধা দিয়েছে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, দেশের গণতন্ত্রের বিরোধিতা করেছে এবং আগুন সন্ত্রাস করেছে। ’

ইনু বলেন, ‘চার অভিশাপের একটি বিএনপি। এই অভিশাপকে রাজনীতি থেকে বিতারিত করতে হবে। কাজটি কঠিন, কিন্তু করতে হবে। ’

‘বিএনপি জঙ্গিদের পক্ষ নিয়ে এরই মধ্যে প্রমাণ করেছে, তারা রাজনীতির বিষবৃক্ষ,’ মন্তব্য করেন তিনি।  

জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ১৯৭১ সালের পরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের যে বিরোধিতা জাসদ করেছিলো তা রাজনৈতিক কারণে।

‘এখন যে সমঝোতা, সেটিও রাজনৈতিক কারণে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দু’টি দল এক সঙ্গে কাজ করছে। ’

দলের সহ-সভাপতি নাদের চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ন‍ূরুল আখতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬/আপডেট: ১৮৪৮ ঘণ্টা
এমএন/বিএস/এমএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।