ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের আয় ৭ কোটি, ব্যয় ৩ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
আ’লীগের আয় ৭ কোটি, ব্যয় ৩ কোটি

ঢাকা: ২০১৫ সালে আওয়ামী লীগ আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা।  ব্যয় করেছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা।

মঙ্গলবার (১৬ আগস্ট) দলের দুই সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের কাছে এই বিবরণী জমা দেন।

প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আবদুস সোবাহান গোলাপ সাংবাদিকদের বলেন, দলীয় সদস্যদের চাঁদা, উপ-নির্বাচনের ফরম বিক্রি, ব্যাংকের সুদ, অনুদান, পত্রিকা-প্রকাশনা বিজ্ঞাপণ বাবদ আয় থেকে এ অর্থ এসেছে।  

ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে- কর্মচারীদের বেতন, ত্রাণ কার্যক্রম, বিভিন্ন কর্মসূচি, সভা ও জনসভা।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
আরএইচএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।