ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে

ঢাকা: বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সময় থাকতে ভুল রাজনীতি থেকে সঠিক পথে ফিরে আসার জন্য এ সময় বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে পল্লীবিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা দেবে সেটাই আমরা মেনে নেব।

আমরা পাঁচজনের নাম দিয়েছি। তালিকায় যদি তাদের একজনেরও নাম না থাকে তবুও আমরা সেটা মেনে নেব। কিন্তু বিএনপির সে মানসিকতা নেই। তাদের উদ্দেশ্যটাই এমন- বিচার মানবো কিন্তু তালগাছ আমার।

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন চাই। রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেবেন আমরা তাদের স্বাগত জানাব।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি চক্রান্তকারী মহল তা মেনে নিতে পারছে না। তারা একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র চালানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশের ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। আগামী দেড় বছরের মধ্যে শতভাগ মানুষ এ সুবিধা ভোগ করবে।    

১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংগঠনটি এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনামুল হক।

এ সময় আরও মধ্যে বক্তব্য রাখেন- কৃষক লীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুন সরকার রানা ও জুলফিকার আলী প্রমুখ।
 
সভায় শাহানাজ পারভীন বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।