বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) ১১টা ২৫ মিনিটে তিনি রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে হাজির হন তিনি।
এর আগে প্রধান আসামি খালেদার আবেদনে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে এ দিন ধার্য করেন জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত।
অরফানেজ মামলায় খালেদা জিয়া-তারেক রহমানসহ আসামি মোট ছয়জন। অন্য চার আসামি হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
**খালেদার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে বৃহস্পতিবার
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
ইএস/বিএস