ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

‘সুরঞ্জিত সংসদীয় রাজনীতি সম্পর্কে শিক্ষা দিতেন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, ফেব্রুয়ারি ৫, ২০১৭
‘সুরঞ্জিত সংসদীয় রাজনীতি সম্পর্কে শিক্ষা দিতেন’ সুরঞ্জিত সেনগুপ্ত ও হাসানুল হক ইনু

ঢাকা: সুরঞ্জিত সেনগুপ্ত শুধু সংবিধান প্রণেতাই ছিলেন না, তিনি একজন মুক্তিযোদ্ধা এটাই তার বড় পরিচয়।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো তিনি সাংবাদিবতের এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তিনি আওয়ামী লীগই নয়, আমার যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছি সকলকেই তিনি সংবিধান ও সংসদীয় রাজনীতি সম্পর্কে শিক্ষা দিতেন।

তার চেতনা ছিলো জঙ্গিবাদ ও গণতন্ত্র এক সঙ্গে চলতে পারে না। এই চেতনাই আমাদের মূল চেতনা। এ চেতনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। তার মৃত্যু রাজনীতিতে একটা বড় শূন্যতা তৈরি হলো।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৪টা ২৪ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এসকে/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ