ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাসিনা ১০০ পেলে খালেদা ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
হাসিনা ১০০ পেলে খালেদা ১০ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান-ছবি-সুমন শেখ

ঢাকা: ‘যোগ্যতা, দক্ষতা ও রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনা ১০০ নম্বর পেলে খালেদা জিয়া পাবেন ১০ নম্বর।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটি আয়োজিত বার্ষিক সম্মেলনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ১০০ নম্বরের মধ্যে কেউ ১০ নম্বর পেলে পাস হয় না।

তাই খালেদা জিয়ার হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে তিনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবেন না। দেশের সব শ্রেণীর মানুষকে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন একত্রিত করেছিলেন, ঠিক তেমনি শেখ হাসিনা দেশের সব ধর্ম-বর্ণ, শ্রেণী পেশার মানুষকে একত্রিত করেছেন।  

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনও এদেশে সোচ্চার। তা না হলে কেন এখনও এদেশে জঙ্গিবাদের উত্থান, কেন এখনও আমাদের মা-বোনেরা লাঞ্ছিত হন। অখণ্ড পাকিস্তানের সমর্থকরাই এসব করছে। তাই এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  

এ সময় মন্ত্রী বলেন, একটা সময় ডোম, হরিজনরা বসতির পাশের চায়ের দোকানেও চা খেতে পারতো না। তাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা হতো না। দেশে এখন আর সেসব দৃশ্য নেই। তাই আপনাদেরও (ডোম) সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের লোকেদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মিঠু চাঁন ডোমের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা উত্তম কুমার ভক্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭

এমএইচকে/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।