ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত ছাত্রলীগ নেতা মামুনুর রশিদকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ পিঞ্জু শাহ (২৬) কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তুষখালী খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মামুনুর রশিদ ইউনিয়নের ধানীসাফা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।

আহত মামুনুর রশিদ অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তুষখালী খেয়াঘাট এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেলকে সাথে নিয়ে তিনি  দোকানে চা খাচ্ছিলেন।

এ সময় সাফা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ বেপারী ও সাদ্দামের নেতৃত্বে ৮/১০ জন যুবক তাদের ঘিরে ধরেন এবং মামুনুরকে মারপিট শুরু করেন। এসময় লাঠির আঘাতে মামুনুরের মাথা থেকে রক্ত বের হয়ে আসে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
এদিকে এ ঘটনার পর ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগ তাৎক্ষনিক সাফা বাজারে প্রতিবাদ মিছিল বের করে।

সাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানান, তুচ্ছ ঘটনার জের ধরে কয়েক দিন আগে মামুনুর রশিদ পিঞ্জুর সাথে আরিফ বেপারীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় আরিফের নের্তৃত্বে পিঞ্জুকে পিটিয়ে আহত করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময় ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।