শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সহায়ক সরকারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, নির্বাচনে অংশগ্রহণের যে প্রস্তুতি ও সক্ষমতা প্রয়োজন তা বিএনপির আছে।
বিএনপিকে হালকা করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, বিএনপি বৃহৎ দল হিসেবে জনগণের পক্ষে জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সেক্ষেত্রে জনগণের ভোটাধিকার আদায়ে কাজ করে যাবে।
প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন না হয়- প্রধানমন্ত্রীর দেওয়া এ বক্তব্য বিএনপির সঙ্গে মিল রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির রেজিস্ট্রেশন বাতিল হলো কি হলো না তা মুখ্য বিষয় নয়। বিএনপির দাবি জনগণের দাবি। জনগণের ভোটাধিকার আদায়ে বিএনপি কাজ করে যাবে। জনগণ ঠিক করবে তারা আগামী নির্বাচনে কাকে চায়।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্ন তুলে নোমান বলেন, ভারত সফরে কি চুক্তি হবে তা স্পষ্ট নয়। জাতি জানতে চায় এ সফর দেশের কি সুফল বয়ে আনবে। দেশের পার্লামেন্টারি সদস্যরাও জানেন না কি চুক্তি হবে। কোনো আলোচনাও হয়নি এটা নিয়ে। এমন কোনো চুক্তি করবেন না যেখানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এএম/এএ