শনিবার (১১ মার্চ) সকালে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, শুক্রবার (১০ মার্চ) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেএমবি’র পাঁচ সদস্যরা হলেন- উপজেলার ভবানিগঞ্জ গ্রামের মকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩), উদপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৩৮), চন্দ্রপুর গ্রামের আবুল হোসেন (৫৫), জাবেদ আলীর ছেলে আবদুল মান্নান (৩৫) ও মৃত সামির উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৩৩)।
রাজশাহীর বাগমারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, আটক আবদুস সাত্তারের নেতৃত্বে অন্য চার জেএমবি সদস্য বাগমারায় আবার নতুন করে তাদের কর্মকাণ্ড শুরু করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে তাদের আটক করে। এখন তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, আটক সবাই থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের নামে সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলেও জানান বাগমারা থানার ওসি।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭/আপডেট: ১২৪৫
এসএস/এএটি/এসএনএস