শনিবার (১১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সমির উদ্দিন কলেজ মাঠে উপজেলা বিএনপির ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীমান্তে মানুষকে পাখির মতো গুলি করে মারা হলেও তার কোনো বিচার নেই।
মির্জা ফখরুল বলেন, আমরা শৃঙ্খলিত হতে চাই না। আমরা মুক্ত স্বাধীন থাকতে চাই। আমরা নিজের ভাগ্য ও নিজের পায়ে দাঁড়াতে চাই। এ শপথ নিতে হবে। জাতীয় ঐক্য তৈরি করে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। এছাড়া জোর করে যারা ক্ষমতায় বসে আছেন তাদের পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকার কোনো চুক্তির কথা জনগণকে জানায়নি দাবি করে তিনি বলেন, এটা বাংলাদেশের সংবিধানে স্পষ্ট বলা আছে, কিন্তু তারা সেটা মানে না।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, বিএনপির নেতা ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআই