তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন আরিফুর রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
তিনি বলেন, শেখ হাসিনা আগামী নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে জনপ্রিয়, যোগ্য ও মেধাবী মুখকে মনোনয়ন দেবেন। এবং তাদের হাতে নৌকা প্রতীক তুলে দেবেন। আমরা সবাই নৌকাকে বিজয়ী করতে কাজ করবো।
সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সহযোগিতারও আশ্বাস দেন ঢাকাটাইমসটোয়েন্টিফোর.কম এর সম্পাদক।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বোয়ালমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাফিল মোল্লা প্রমুখ।
এর আগে, বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফলক উন্মোচন করা হয়। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণ ২০১৬’ নামে একটি বর্ণিল স্মারক প্রকাশিত হয়। এর সম্পাদনায় ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মহসিন মিয়া, ঢাকাটাইমস ও এই সময়ের বোয়ালমারী প্রতিনিধি রাসেল আহমেদ।
আরিফুর রহমান দোলন ঢাকাটাইমসটোয়েন্টিফোর.কম ও সাপ্তাহিক ‘এই সময়’ এর সম্পাদক এবং তিনি আলফাডাঙ্গার কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
ওএইচ/এইচএ/