প্রয়াত বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির নেতা বলেন, ঢাকায় অনুষ্ঠিত চিফ অফ পুলিশ কনফারেন্সে পুলিশ প্রধান বলেন দেশে জঙ্গি নেই।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত সফরে গিয়ে কি চুক্তি করতে চাইছেন তা পরিষ্কার নয়। ভারতকে সোজা উত্তর দিতে পারবেন তো? তাহলে তিস্তা চুক্তি আগে বাস্তবায়ন করেন।
তিনি বলেন, দু’দেশের সঙ্গে চুক্তি হলে তা হবে জাতীয় ইস্যু। আর সেই ইস্যুগুলো জনগণকে জানানো প্রয়োজন। জাতীয় স্বার্থে কোনো আঘাত আসবে কিনা তা নিয়ে জনগণের মতামত দেওয়ার অধিকার রয়েছে।
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্লার সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আরএটি/ওএইচ/আরআই