ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির ভিশনে আ.লীগ নার্ভাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
বিএনপির ভিশনে আ.লীগ নার্ভাস বিএনপির ভিশনে আ.লীগ নার্ভাস। ছবি: সুমন- বাংলানিউজ

ঢাকা: বিএনপির ভিশন-২০৩০ নিয়ে আওয়ামী লীগ নার্ভাস ফিল করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত 'গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য অপরিহার্য' শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল।

আমাদের ভিশন, পরিকল্পনা থাকতেই পারে কিন্তু তার আগেই তারা (আওয়ামী লীগ) এটাকে ধাপ্পাবাজি, ভাওতাবাজি বলছে। এসব কথা বলে তারা নিজেদেরকে নিজেরাই বোকা বানিয়েছে। আসলে তারা এ ভিশন নিয়ে নার্ভাস ফিল করছে।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে আইনের শাসন, রাষ্ট্রের উন্নয়ন করা যায়, সেগুলো আমাদের ভিশনে রয়েছে। দয়া করে ভিশনটি পড়েন, অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের চোখ তো সব সময় পেছনে থাকে।

একটি রাষ্ট্র গণতন্ত্র ছাড়া চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সেই গণতন্ত্রের জন্য আমরা যখন স্বাধীনতার ৪৬ বছর পরে আন্দোলন করি তখন আমরা জাতি হিসেবে অপমানিত হই।

আজকের বাংলাদেশ যে উন্নয়নে এসে পৌঁছেছে তা বিএনপির সংস্কারের কারণে বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-  জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গ‍াণি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
এমসি/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।