ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুবি ছাত্রলীগ সম্মেলন, লবিংয়ে ব্যস্ত পদ প্রত্যাশীরা

ইমতিয়াজ আহমেদ জিতু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ১২, ২০১৭
কুবি ছাত্রলীগ সম্মেলন, লবিংয়ে ব্যস্ত পদ প্রত্যাশীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের পদ পেতে কেন্দ্রে জোর লবিংয়ে ব্যস্ত কুবি ছাত্রলীগ নেতারা। প্রত্যাশিত পদ পেতে শাখার নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্না দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে।
 
 

আগামী ১৩ মে (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুবির ভলিবল মাঠে বেলা ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে নতুন নেতৃত্ব আসছে বলে গুঞ্জন উঠেছে। সম্মেলনের আয়োজনকে কেন্দ্র করে এরইমধ্যে ‘টাকা ওড়ানো’ শুরু করেছেন পদ প্রত্যাশীরা।  

বর্তমান সভাপতির বিরুদ্ধে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবে তিনি আগামীর কমিটিতে আর স্থান পাচ্ছেন না। তবে বর্তমান সাধারণ সম্পাদক ফের স্বপদে বহাল থাকার সম্ভাবনা রয়েছে এমনটি ধারণা করছেন বিভিন্ন স্তরের নেতারা।  

সভাপতি পদে ছাত্রনেতা  ইলিয়াস হোসেন সবুজ ছাড়া আর তেমন কোনো প্রার্থীর নাম আলোচনায় নেই। পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের আশীর্বাদপুষ্ট ইলিয়াস দীর্ঘদিন ধরে কুবি ক্যাম্পাসে এককভাবে আধিপত্য বিস্তার করে আসছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিকল্পনামন্ত্রীর আসনে অবস্থিত। তাই রাজনীতি সংশ্লিষ্টরা মনে করছেন সভাপতি পদে ইলিয়াসই আসছেন। তাই এ পদে আর কোনো প্রার্থী প্রকাশ্যে আসছে না।  

সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় রয়েছেন অনেকেই। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীও এ পদের জন্য প্রার্থী। এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম জুয়েল, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান, লোকপ্রশাসন বিভাগের আবু বকর, সিএসই বিভাগের সাইফুল ইসলাম, বর্তমান কমিটির প্রথম যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, যুগ্ম সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুল হাসান খান বাপ্পী, বাংলা বিভাগের নূর মোহাম্মাদ জিসান, নৃবিজ্ঞান বিভাগের তানভীর হাসান টিটুসহ বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন।  

জানা যায়, ২০১৩ সালে গঠিত প্রথমবারের মতো শাখা ছাত্রলীগের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে রাজনীতি করে। পরে ২০১৫ সালের ২২ জুলাই ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান আলিফকে সভাপতি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রেজা-ই-এলাহীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে এক বছর মেয়াদি ওই কমিটি এখনো দায়িত্বে রয়েছে। শাখাকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আগামী ১৩ মে সম্মেলনের ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন‍, তাদেরকেই নেতৃত্ব দেওয়া হবে যারা সংগঠনের প্রতি অনুগত ছিল, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করছে। অছাত্র বা বিভিন্ন সময় অভিযুক্তদের কমিটিতে আনা হবে না।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।