ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা রূপকল্প বাস্তবায়ন করতে পারবেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ১২, ২০১৭
খালেদা রূপকল্প বাস্তবায়ন করতে পারবেন না বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি: বাংলানিউজ

ভোলা: আওয়ামী লীগকে অনুকরণ ও অনুসরণ করেই খালেদা জিয়া রূপকল্প ঘোষণা দিয়েছেন। কিন্তু তার সেই রূপকল্প কখনও বাস্তবায়ন করতে পারবেন না। ২০০১ সালে যারা হত্যা, নির্যাতন ও ধর্ষণ করেছে তাদের রূপকল্প ঘোষণার আগেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিলো।

শুক্রবার (১২ মে) রাতে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তোফায়েল বলেন, জিয়াউর রহমান দেশকে শেষ করে দিয়েছেন।

তিনি যদি স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসিত না করতেন তাহলে আজ জঙ্গিবাদের উত্থান হতো না। নিষিদ্ধ সংগঠন জামায়াতকে দল হিসেবে কাজ করার সুযোগ দিয়ে গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছেন। শুধু তাই নয়, নিজামী-মুজাহিদের গাড়িতে পতাকাও দিয়েছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের পার্লমেন্টের সদস্য করেছিলেন। সে রসিকই বিএনপি।  

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তজার্তিক বিশ্বে চিনির দাম গত বছরের তুলনায় ৯ শতাংশ কম। টিসিবিতে যে চিনি আমদানি করা হয়েছে তাতে চাহিদার চেয়ে অনেক বেশি মজুদ রয়েছে। বর্তমানে দেশে ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ ও রসুন চাহিদার চেয়ে অনেক বেশি মজুদ। তাই রমজান মাসে এসব পণ্যের দাম স্বাভাবিক থাকবে।
ভোলা জেলা পরিষদ চত্বরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক মো. আবদুল মমিন টুলু।

বিশেষ বক্তব্য রাখেন পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার মো. মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা পরিষদের নির্বাহী মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, চেম্বার অব কমার্সের পরিচালক মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, প্যানেল মেয়র মো. শাহে আলম।

ব্যবাসয়ীদের মধ্যে বক্তব্য রাখেন গোপাল সাহা, মো. সিরাজ উদ্দিন।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।