ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

সৈয়দপুরে ধানের শীষে ভোট চাইলেন রিজভী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, মে ১৩, ২০১৭
সৈয়দপুরে ধানের শীষে ভোট চাইলেন রিজভী সৈয়দপুরে ধানের শীষে ভোট চাইলেন রিজভী-ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৩ মে) বিকেলে সৈয়দপুরে প্রচারণায় গিয়ে ভোট চান তিনি। শহরের শহীদ ডা. জিকরুল রোডের দলীয় কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।



আগামী ১৬ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করছেন প্রভাষক শওকত হায়াৎ শাহ।

ভোটারদের উদ্দেশে রিজভী বলেন, স্বত‍ঃস্ফূর্তভাবে বিএনপির প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়লাভ করাতে হবে।

এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির দলীয় প্রার্থী প্রভাষক শওকত হায়াৎ শাহ, জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট ওবায়দুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল খালেক, পৌর কাউন্সিলর ও ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।