ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ত্রাণ নিয়েও দুর্নীতি করছে আওয়ামী লীগ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ত্রাণ নিয়েও দুর্নীতি করছে আওয়ামী লীগ 

ইটনা, কিশোরগঞ্জ: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলের বন্যা দুর্গতদের ত্রাণ নিয়েও দুর্নীতি করছে আওয়ামী লীগ। 

বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (১৬ মে) কিশোরগঞ্জের হাওড়বাসীর মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড.ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স, শামা ওবায়েদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল হোসেন প্রমুখ।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আরো বলেন, জনগণের বিজয় সন্নিকটে, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায় করে নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন কর হবে।

তিনি বলেন, বন্যা দুর্গত মানুষের ত্রাণ নিয়েও আওয়ামী লীগ দুর্নীতি-লুটপাট করছে। যেখানে যাচ্ছি, সেখানেই মানুষ অভিযোগ করছে, তারা ত্রাণ পাচ্ছে না, কোথাও কোথাও ত্রাণ দিলেও পরিমাণ কম ও দলীয় লোকজনকে দেয়া হচ্ছে।  

তিনি অবিলম্বে হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। এছাড়া আগামী ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণ, সুদসহ কৃষিঋণ মওকুফ, সুদবিহীন নতুন কৃষিঋণ বিতরণ এবং মাছধরার জন্য হাওড় উন্মুক্ত করার দাবি জানান।

এর আগে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ট্রলারে করে হাওড়ের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে ইটনায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।