ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে গোপন বৈঠকের সময় ৭ শিবির নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৭
লালমনিরহাটে গোপন বৈঠকের সময় ৭ শিবির নেতা আটক

লালমনিরহাট: গোপন বৈঠক করার সময় জিহাদি বই, পেট্রোল ভর্তি বোতলসহ সাত শিবির নেতাকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) লালমনিরহাট শহরের শেখ রাসেল শিশুপার্কের পেছন থেকে তাদের আটক করে পুলিশ। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন, হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও টংভাঙ্গা ইউনিয়নের শিবিরের ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম (২০), পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের আজিজার রহমানের ছেলে শিবিরের কলেজ শাখার সাহিত্য সম্পাদক সফিউল আলম (২১), হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের রহমান আলীর ছেলে নবিনুর ইসলাম (২১), রংপুর জেলার পীরগাছা থানার নুর হোসেনের ছেলে মমিনুল ইসলাম (২২), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার খোকা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৩), আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম (১৯) এবং হাতীবান্ধা উপজেলার বেজগ্রাম এলাকার তফিজ উদ্দিনের ছেলে গোলাম আজম (২২)।

তারা সবাই বিভিন্ন ইউনিটের ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ৮ বোতল পেট্রোল বোমা, জিহাদি বই ও দিয়াশলাসহ তাদের ধরা হয়। গোপন বৈঠকের মাধ্যমে তাদের নাশকতার পরিকল্পনা ছিল।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।