ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে লড়াই যত বাড়বে, জাপার গুরুত্বও তত বাড়বে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
নির্বাচনে লড়াই যত বাড়বে, জাপার গুরুত্বও তত বাড়বে নির্বাচনে লড়াই যত বাড়বে, জাপার গুরুত্বও তত বাড়বে-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আগামী নির্বাচনে লড়াই যত বাড়বে, জাতীয় পার্টির (জাপা) গুরুত্ব ততই বৃদ্ধি পাবে।

বুধবার (১৭ মে) বিকেলে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা যুব সংহতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, উত্তরবঙ্গের নেতৃত্বের একমাত্র রাজনৈতিক দল জাপা।

তাই সব রাজনৈতিক দল উত্তরবঙ্গের আসন নিয়ে জাপার সঙ্গে আলোচনা করতে চায়। উত্তরবঙ্গের সব আসন আগামী নির্বাচনে জাপার ঘরে আসবে।

সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, আগে বিভিন্ন কারণে জাপা সাংগঠনিক দিক থেকে দুর্বল ছিল। এখন শক্তিশালী হচ্ছে।

বিএনপির ভিশন-২০৩০ প্রসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, দুই-একটি ইস্যু ছাড়া বিএনপির এ ইশতেহার ইতিবাচক। জনগণের মাথাপিছু আয়ের হার পাঁচ হাজার ডলার করা হবে উল্লেখ করলেও তা কিভাবে সম্ভব সেটা পরিষ্কার করে বলা হয়নি।

জাতীয় যুব সংহতি লালমনিরহাট জেলা আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাপার কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সদস্য এস কে খাজা মঈনুদ্দিন, জেলা জাপার সহ-সভাপতি কুদরত-ই ইলাহী বাবুল, সদর উপজেলা সভাপতি আকবর ইমাম, সম্পাদক অ্যাডভোকেট আছির হক ও পৌর সভাপতি অ্যাডভোকেট নজরুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।