ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘হাসিনার ভিশনকে আদর্শ মনে করে বিএনপি ভিশন দিয়েছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
‘হাসিনার ভিশনকে আদর্শ মনে করে বিএনপি ভিশন দিয়েছে’

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনকে আদর্শ মনে করে বিএনপি তাদের ভিশন দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।তারা এও বলেছেন, খালেদা জিয়া ওই ভিশন ঘোষণার পর চাঙ্গা হওয়ার পরিবর্তে বিএনপির ভেতরে আরো ফাটল ধরেছে।

দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) বিকেলে আয়োজিত আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপির অনেক কাজের সমালোচনা হতে পারে। কিন্তু একটি কাজের প্রশংসা করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনকে বিএনপি আদর্শ মনে করে সেটার অনুকরণে তাদের ভিশন ঘোষণা করেছে।

এ সময় শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার বিভিন্ন দিক তুলে ধরে তার দীর্ঘ জীবন কামনা করেন তোফায়েল।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। দেশের মানুষকে স্বপ্ন দেখাছেন- এসব আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। পরবাসে থাকার যে যন্ত্রণা তা আমি বুঝি। এটা রিমান্ড থেকেও ভয়াবহ। সবাইকে হারিয়ে পরবাস জীবন শেষে শেখ হাসিনা অনেক প্রতিবন্ধকতার মধ্যে দেশে এসেছিলেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নাকি ভিশন ২০৩০ ঘোষণার পর অনেক চাঙ্গা হয়েছে। আমি মনে করি, ভেতরে ভেতরে আরো ফাটল ধরেছে। তার প্রমাণ পাওয়া যায় সারাদেশে বিএনপির মধ্য ধাওয়া-পালটা ধাওয়া দেখেই।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, যেদিন শেখ হাসিনা দেশে এসেছিলেন সেদিন মন রবীন্দ্রনাথের ‘মন আবার নাচেরে আজিকে' গানের অনুরণনে  নেচেছিল। বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছিল।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুল মান্নান, মুকুল বোস, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, শাহে আলম মুরাদ, ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।