ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা বুলুর আত্মসমর্পণ করে জামিন আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিএনপি নেতা বুলুর আত্মসমর্পণ করে জামিন আবেদন

ঢাকা: রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু।  

বৃহস্পতিবার (১৮ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করন।

বুল‍ুর অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ আত্মসমর্পণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, নাশকতার ৩১টি মামলায় তিনি আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেছেন।

২০১৫ সালে হরতাল অবরোধ চলাচলে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয় বলেও জানান জয়নাল আবেদীন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এমআই/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।