শুক্রবার (১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন।
রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস ও হাইকমিশনগুলোতে চিঠি দিয়ে বলেছেন, বিদেশে যেসব সাংবাদিক যাবেন তাদের উপর নজরদারি রাখতে হবে। অথচ গণতন্ত্রের মূল ভিত্তি সংবাদমাধ্যম। আজ তার উপর নজরদারি করা হচ্ছে।
অন্যায় কখনও মাটিচাপা দেওয়া যায় না মন্তব্য করে তিনি বলেন, দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের গ্রেফতার, গুম, খুন করা হচ্ছে।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ফরিদা ইয়াসমীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এএম/আরআইএস/এএ