বুধবার (২৪ মে) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হয়ে জামিন স্থায়ী করার আবেদন জানান তিনি। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।
আগামী ১২ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে মামলাটি বিচারের জন্য ঢাকার ৮ম বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে। গত ০৯ মে এ মামলায় একই আদালতে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন সাক্কু।
২০০৮ সালের ০৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক শাহীন আরা মমতা বাদী হয়ে ঢাকার রমনা থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় ৪ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমআই/ওএইচ/এএসআর