আমরা চাই, লেভেল প্লেইং ফিল্ড। সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকেই বিএনপিসহ সব রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করার সুযোগ দিতে হবে।
বুধবার (২৪ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবৈধভাবে পুলিশি তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার অনুমতি দেয়নি সরকার। এনিয়ে আমরা আট বার সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার অনুমতি পাইনি।
প্রশাসন ও নিম্ন আদালত করায়ত্ত করার পর এবার সুপ্রিম কোর্টকে করায়ত্ত করার চেষ্টা করছেন তারা, অভিযোগ ফখরুলের।
সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য জেড মুর্তজা চৌধুরী তুলা, মির্জা ফয়সাল আমিন ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান।
এর আগে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই