ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাভারে প্রতিপক্ষের টেঁটাবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুন ৪, ২০১৭
সাভারে প্রতিপক্ষের টেঁটাবিদ্ধ হয়ে যুবলীগ নেতা নিহত যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল

সাভার: সাভারের জামসিংয়ের টেউটি এলাকায় জমি দখল নিয়ে প্রতিপক্ষের টেঁটাবিদ্ধ হয়ে যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সাল নিহত হয়েছেন।

রোববার (০৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন।

 

যুবলীগে যোগ দেওয়ার আগে ফয়সাল সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ওই এলাকায় ফেলু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই ডা. কাদেরের জমি নিয়ে বিরোধ চলছিলো। দুপুরে যুবলীগ নেতা সিএম ফয়সালের নেতৃত্বে শতাধিক ক্যাডার জমি দখল করতে যান। সেখানে চলে মহড়া। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে সহযোগীরা পালিয়ে যায়। তবে প্রতিপক্ষের টেঁটাবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফয়সাল।

আশংকাজনক অবস্থায় ফয়সালকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

নিহত সিএম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুর এলাকার সৈয়ুদুজ্জামানের ছেলে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৭/আপডেট: ১৬৩৩ ঘণ্টা
জেডআর/এসএইচএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।