ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি ১৪ দলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুন ৪, ২০১৭
আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি ১৪ দলের

ঢাকা: প্রস্তাবিত বাজেটে বাংকের বর্ধিত আবগারি শুল্প ও সারচার্জ প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। জোটের বৈঠকে বলা হয়েছে আবগারি শুল্ক ও সারচার্জ জনগণের আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

রোববার (০৪ জুন) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের শরিক জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম এ দাবি জানান।

তিনি বলেন, যে বাজেট ঘোষণা করা হয়েছে দেশকে এগিয়ে নিতে তা যৌক্তিক বাজেট বলে আমরা মনে করি। তবে আমরা মনে করি কতগুলো যৌক্তিক বিষয় বিবেচনা করতে হবে। জনগণের সুবিধার কথা চিন্তা করে আমরা ১৪ দল মনে করে, বাজেটের কিছু বিষয় অর্থমন্ত্রীর সংশোধন করা দরকার। এর মধ্যে ব্যাংকের বর্ধিত আবগারি শুল্ক, সারচার্জ রয়েছে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমরা মনে করি অর্থমন্ত্রী বিষয়গুলো বিবেচনা করবেন। বাজেট পর্যালোচনা করে আমরা দেখেছি সার্বিকভাবে একটা ভালো বাজেট হয়েছে। বৈঠকে আবগারি শুল্ক ও সারচার্জ নিয়ে আলোচনা করে আমরা কিছু পর্যবেক্ষণ দিয়েছি। এ বাজেটের যে সকল ত্রুটি আছে, সেগুলোকে অর্থমন্ত্রী পুনর্বিবেচনা করবেন বলেও আশা করছি।

মোহাম্মদ নাসিম আরও বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি মহলের প্রেসক্রিপশন শুরু হয়ে গেছে। এ অধিকার তাদের কে দিয়েছে? আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই আমাদের সংবিধান মেনে নির্বাচন হবে। কিন্তু দেশি-বিদেশি চেনা মহল এ নির্বাচন নিয়ে আবারো চক্রান্তে তৎপর হয়ে উঠেছে। বিএনপি-জামাত হুমকি দিচ্ছে। এর আগে নির্বাচন নিয়ে তারা চক্রান্ত করে ব্যর্থ হয়েছিল, হেফাজত চক্রান্ত করে ব্যর্থ হয়েছে। সামনে কোনো চক্রান্ত হলে, কেউ কোনো প্রেসক্রিপশন দিলে তা প্রতিহত করতে আমরা ১৪ দলও মাঠে নামবো লাখ লাখ মানুষ নিয়ে।

নাসিম বলেন, সভায় রাঙ্গামাটির লংগদুর বাড়ি-ঘর পোড়ানোর ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে। একটা মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে এভাবে পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া দুঃখজনক, উদ্বেগজনক। এ ঘটনার দ্রুত তদন্ত করতে হবে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

আগামী ৬ জুন মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধিদল রাঙামাটির ওই এলাকায় যাবে। ৭ জুন ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকায় ১৪ দলের একটি প্রতিনিধি দল কক্সবাজারে যাবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

১৪ দলের বৈঠকে সভাপতিত্ব করেন শেখ শহীদুল ইসলাম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ০৪, ২০১৭/আপডেট: ১৬৫৫ ঘণ্টা
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।