শুক্রবার (০৯ জুন) রাজধানীর হোটেল ফার্সে ২০দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা বাংলাদেশে অনেক জায়াগায় বিরোধী দলের নেতাকর্মীরা ইফতার মাহিফল আয়োজন করতে পারছেন না।
গত পরশু খুলনায় একইভাবে বিএনপি আয়োজিত ইফতারের পর স্থানীয় বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে। ২০দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত আগামী ১২ জুন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ইফতার মাহফিল আয়োজন করেছিল, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এভাবেই সারা দেশেই ইফতারের মতো ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিচ্ছে। শুধু বাধাই দিচ্ছে না। এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করছে। এর থেকেই বোঝা যায়, সরকার মাঝে-মধ্যে যে ধর্মীয় স্বাধীনতার কথা বলে, সেটা শুধুই প্রতারণা- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের ফ্যাসিবাদী কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সম্পূর্ণ বেআইনিভাবে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। উচ্ছেদের সময় কোনো আইনি প্রক্রিয়া মানা হয়নি।
তিনি বলেন, সম্প্রতি যে বাজেট তারা দিয়েছে, সেই বাজেটে ব্যাংক আমানতের উপরে লাখ টাকায় ৮০০ টাকা আবগারি শুল্ক আরোপ করেছে। পুরো করের বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়েছে জনদুর্ভোগ।
আমরা আশা করব দাম্ভিকতা ছেড়ে দিয়ে, সব মানুষের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে, সবাইকে আস্থায় এনে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা সরকার করবে। তাহলেই দেশে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ফিরে আসবে- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসেন কাসেমীর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান পেশোয়ারি, যুগ্ম মহাসচিব মহিউদ্দিন একরাম, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মুসলীম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ওবায়দুর রহমান নদভী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এজেড/এসএইচ