ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গি দমনের যুদ্ধ এখনো চলছে’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুন ৯, ২০১৭
‘জঙ্গি দমনের যুদ্ধ এখনো চলছে’  ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জাসদের কর্মী সভা

ময়মনসিংহ: জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান বলেছেন, জঙ্গি দমনের যুদ্ধ এখনো শেষ হয়নি। এখনো বিএনপি যুদ্ধাপরাধের পক্ষে জামায়াতের পক্ষে ওকালতি করে। 

শুক্রবার (০৯ জুন) সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জাসদ আয়োজিত কর্মী সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।   

উপজেলা জাসদের সভাপতি শরীয়ত উল্লাহ মাস্টারের সভাপতিত্বে এ কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও পৌর কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, পারভেজ শাহনেয়াজ লিটন, নজরুল ইসলাম মাস্টার, খলিলুল্লাহ মাস্টার, রাকিব মাহমুদ।

 

বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা, জুন ০৯, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।