সোমবার (১২ জুন) দুপুরে শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন। এর আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে আসুক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন চাই আমরা। এছাড়া খালেদা জিয়া বলেছিলেন, এই সরকার তিন মাসও ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু সরকার পূর্ণ মেয়াদ পার করতে যাচ্ছে। আগামী নির্বাচনে আশাকরি বিএনপি আসবে। আর না এলে নির্বাচন কারও জন্য বসে থাকবে না।
তিনি আরও বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। তবে নির্বাচনকালীন সময়ে সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, নির্যাতনকারীদের তালিকা করা হচ্ছে। আমাদের কাছেও যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে তাদেরও তালিকা আছে।
আওয়ামী লীগ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী মন্তব্য করে তিনি বলেন, যখন গণতন্ত্রের উপর আঘাত এসেছে তখন আওয়ামী লীগের উপরও আঘাত এসেছে। আর তখন গণতন্ত্রের পায়ে পরানো হয়েছে শিকল। কিন্তু নেতাকর্মীরা কখনও হতাশ হয়নি, আর হবেও না। আজ শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন টয়েল, কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমএ করীম, স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব শাজাহান সাজু, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ১২,২০১৭
এসজে/এএ