মঙ্গলবার (১৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গণতান্ত্রিক বামমোর্চা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীদের উপস্থিতিতে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে কমরেড জহুরুল ইসলাম, কমরেড রাজেকুজ্জামান রতন, কমরেড জুনায়েদ সাকি, কমরেড সাইফুল হক, কমরেড শাহ আলমসহ বাম নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকারের হাওর উন্নয়নের কোনো বরাদ্দ নেই বাজেটে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুহূর্মুহু দাম বাড়ছে, গ্যাস ও তেলের দাম বাড়ছে। তাই অবিলম্বে এ বাজেট প্রত্যাহার করতে হবে।
এবারের বাজেটকে ‘দুর্নীতিতে শ্রেষ্ঠ ও জনগণের বিরুদ্ধে আরোপিত বাজেট’ দাবি করে বক্তারা আরও বলেন, সরকার জনগণকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কেন গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বাড়ছে না? ধনীদের আরও ধনী করার আয়োজন চলছে গরিবকে নিষ্পেষিত করে।
বাজেট প্রণয়নে সিন্ডিকেটের অভিযোগ করে তারা বলেন, বাজেট প্রণয়নের বিষয়ে অনেক সংসদ সদস্য, এমনকি মন্ত্রীরাও জানতেন না। তাহলে এতো টাকা খরচ করে কেন সংসদ পরিচালনা করা হচ্ছে?
তারা বলেন, প্রধানমন্ত্রী হাওরে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইলেন। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তনের কোনো ব্যবস্থা নিলেন না।
অবিলম্বে দাবি মেনে না নেওয়া হলে ঈদের পর সারাদেশে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন বক্তারা।
বামমোর্চার নেতাকর্মীরা ফেস্টুন-প্ল্যাকার্ডসহ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সচিবালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে ঝটিকা মিছিল বের করা হয়। তবে সচিবালয়ের সামনে পুলিশি ব্যারিকেডে তা প্রতিহত হলে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এমএ/এএসআর