ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

‘অস্বাভাবিক পন্থায় সরকার পরিবর্তনের চক্রান্তে বিএনপি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, জুন ১৬, ২০১৭
‘অস্বাভাবিক পন্থায় সরকার পরিবর্তনের চক্রান্তে বিএনপি’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অস্বাভাবিক পন্থায় সরকার পরিবর্তনের চক্রান্ত করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, বিএনপি শুধু হুমকি দিচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দিতে পারেননি।

শুক্রবার (১৬ জুন) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, কাকে নিলে নির্বাচন হবে, কাকে নিলে নির্বাচন হবে না বিএনপির এমন হুমকি দেওয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছেন এবং অস্বাভিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।