ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

বিএনপি ছাড়া নির্বাচন বানচাল হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, জুন ১৭, ২০১৭
বিএনপি ছাড়া নির্বাচন বানচাল হবে না বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচন বানচাল অতীতেও হয়নি এখনও হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনিবার (১৭ জুন) দুপুর ১২টার কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার উদ্দেশ্য নির্বাচন নয়, যেকোনো পন্থায় ক্ষমতায় যাওয়া।

সব রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি নির্বাচনে না আসেন তাহলে নির্বাচন হবে না এটি একটি অগণতান্ত্রিক কথা। নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকারের যে কথা বিএনপি বলছে সেটা অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক।

মন্ত্রী বলেন, নির্বাচন হালালের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। জনগণকে বিএনপির এসব ফাঁকা বুলি ও হুমকিতে কান না দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ দলীয় নেতরা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।