শনিবার (১৭ জুন) ঢাকার তোপখানা রোডে হোটেল এশিয়ায় প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
এমাজউদ্দিন বলেন, সরকারের কথা শুনলে মনে হয় দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে।
তিনি আরো বলেন, আগে সুষ্ঠু ও দুর্নীতিহীন ভোটের ব্যাবস্থা করে তারপর জনগণকে ভোটের জন্য বলেন। জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে না পারেন তাহলে সরকারের মর্যাদা কিভাবে রক্ষা হবে?
সমাজ অগ্রগতি লাভ করেছে কিন্তু তাতে ধনীরা ধনী এবং গরিবরা দিন দিন হত দরিদ্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পিএনপি'র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ।
এছাড়া পিএনপি'র মহাসচিব আহমেদুর রহমান, যুগ্ম মহাসচিব কামরুল হাসান হৃদয় প্রমুখ।
এ সময় বক্তারা আগের সংসদ নির্বাচনকে ভোটহীন নির্বাচন বলে অভিযুক্ত করেন এবং সরকারকে সুষ্ঠু ও দুর্নীতিহীন নির্বাচন পরিচালনার আহ্বান জানান। এছাড়া এ বছরের বাজেটকে গণবিরোধী বাজেট বললেন তারা।
বক্তারা পিএনপির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮, জুন ১৭, ২০১৭
এমএএম/বিএস