ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘গয়েশ্বর দিনের বেলায় বেতাল থাকেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, জুন ২৪, ২০১৭
‘গয়েশ্বর দিনের বেলায় বেতাল থাকেন’

ঢাকা: ‘মানুষ রাতের বেলায় বেতাল থাকে, গয়েশ্বর চন্দ্র রায় দিনের বেলায় বেতাল থাকেন’ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (২৪ জুন) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

খালেদা জিয়া সম্পর্কে ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার মাহফিলে কোনো বক্তব্য রাখেন না।

অথচ বিএনপি নেত্রী ইফতার সামনে রেখে মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা আশা করেছিলাম এই রমজান মাসে বিএনপি নেত্রী সংযত থাকবেন।

‘রাঙ্গুনিয়ার ঘটনায় মামলার বাদীকে আওয়ামী লীগ সিএনজি চালক সাজিয়েছে’ মওদুদ আহমেদের এমন বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে ড. হাছান মাহমুদ বলেন, মামলার বাদী একজন সিএনজি চালক। কিছুদিন আগে সিএনজি চালক সমিতির নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করেছিলেন।

মির্জা ফখরুলের হাতে আর কোনো ইস্যু না থাকায় এমন ঘটনা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।  

সংবাদ সম্মেলন শেষে ড. হাছান মাহমুদ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।