ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনীতিতে সংযমের অভাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
রাজনীতিতে সংযমের অভাব সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নোয়াখালী: রাজনীতিতে সংযমের অভাব। সংযম হলো আত্মশুদ্ধির বিষয়। দেশ ও দশের ভালোর জন্য সংযমের পথে থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।

সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট বড় জামে মসজিদে দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের সঙ্গে সেতুমন্ত্রী ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেত‍ারা।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।