ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনমুখী বাজেটে বিএনপি হতাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
জনমুখী বাজেটে বিএনপি হতাশ

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরে জনমুখী বাজেট পাস হওয়ায় হতাশ হয়ে বিএনপি নেতারা আবোল-তাবোল বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। 

শুক্রবার (৩০ জুন) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘আওয়ামী লীগ সরকারের বাজেট: বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার বাজেট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব তহবিলে বাজেটের প্রশংসা করছে সারাবিশ্ব।

যেখানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ সবাই বাংলাদেশের বাজেট নিয়ে প্রশংসা করেছেন।  সেখানে খিটখিটে মেজাজে বিএনপি নেতারা কি বলছেন তাতে কিছু আসে যায় না।

তিনি আরও বলেন, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে বাজেট হয়েছিলো তার পরিমাণ ছিলো ৯১ হাজার কোটি টাকা। যা সংশোধিত হয়ে পাস হয়েছিলো ৮৮ হাজার কোটি টাকা। বর্তমানে ৪ লাখ ২শ’৬৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ বাজেটের পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের উন্নয়ন বাজেট ১ লাখ ৮০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

বর্তমান বাজেটে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমে যাচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমরা যখন প্রথম বাজেট দিই তখন ৯০ শতাংশ ছিলো, বিএনপির বাজেট ছিলো ৩০ থেকে ৪০ শতাংশ বিদেশি নির্ভরশীলতা। এবারের বাজেটে বিদেশি অনুদান বা ঋণের হার ১১ শতাংশ। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমান্বয়ে কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। বিএনপি ওঁ‍ত পেতে বসে ছিলো যদি বাজেটে আবগারি শুল্ক ও ভ্যাট আইন পাস হয় তাহলে তারা আন্দোলনে নামতে পারবে। বিএনপির সে আন্দোলন ভেস্তে গেছে। সেজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা দিগ্বিদিক জ্ঞান হারিয়ে আবোল-তাবোল বকা শুরু করেছে।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে জনবান্ধব বাজেট উল্লেখ করে তিনি বলেন, এ বাজেট নিয়ে সমস্ত শ্রেণি-পেশার মানুষ প্রশংসা করছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি ও অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।